স্বাস্থ্যখাতে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা ২০১৯-২০ অর্থবছরে ছিলো ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। করোনা সংক্রমণ মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে।
দেশে করোনা আভির্ভাবের ৯৬ তম দিনে ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে আজ। করোনার কারণে দেশে অর্থনীতিতে স্থবিরতা নেমে আসায় স্বাস্থ্যখাতসহ ৯টি খাতকে গুরুত্বদিয়ে বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী।সেই বাজেটে করোনা থেকে দেশবাসীকে রক্ষায় অবকাঠামোর উন্নয়নসহ বিশেষ বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত কার্যক্রম ১৩ টি মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করছে।
বাজেটে বেশ্বিক মহামারি করোনা মোকাবিলায় পরীক্ষা কিট আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী-পিপিই, সার্জিক্যাল মাস্ক ও ফেস মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া কোভিড ১৯ নিরোধক ওষুধের ক্ষেত্রেও উল্লিখিত তিন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় এসব সামগ্রীর দাম কমবে।
করোনা পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য খাতের জন্য আড়াই হাজার কোটি টাকার দুটি প্রকল্প নেওয়া হয়েছে। সব জেলা হাসপাতালে আইসোলেশন সেন্টার এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ইউনিট তৈরিই প্রকল্প দুটির মূল উদ্দেশ্য। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীও কেনা হবে। এ ছাড়া বাজেটে স্বাস্থ্য খাতের গবেষণার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা ।