স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে মহাঅষ্টমী
- আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সারাদেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে মহাঅষ্টমীর অন্যতম আনুষ্ঠানিকতা কুমারী পূজা।
চট্টগ্রামের পাথর ঘাটার শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে সকালে কুমারি পূজা দেখতে সকাল থেকেই মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। এবার কুমারী মায়ের আসনে ৬ বছর বয়সী প্রীত ধর।
খুলনায় অঞ্জলি দিয়ে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী পূজা অতিবাহিত হচ্ছে। নতুন পোশাকে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে মন্দির।
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর রামকৃষ্ণ মিশনে দেবী দুর্গার কুমারী রূপে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৯ বছরের টিউলিপ সরকারকে অঞ্জলি দেয়া হয়। নামকরণ হয় অপরাজিতা।
গোপালগঞ্জে ১ হাজার ২২৮টি মন্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহাঅষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে। উলু ও শংখ ধ্বনি এবং ঢাকের বাজনায় মুখর হয়ে ওঠে মন্ডপগুলো।
নেত্রকোণায় মহাষ্টমীর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।
সারাদেশের মতো টাঙ্গাইলের মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার মহাঅষ্টমী পূজা। সকাল থেকেই মন্ডপগুলোতে সকল বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ গেছে।
শারদীয় দূর্গোৎসবের মহাষ্টমীতে চুয়াডাঙ্গায় মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। ঢাকের বাদ্য আর উলুধ্বনি-শঙ্খের আওয়াজে পূজামণ্ডপগুলো মুখর।
পাবনায় তৃতীয় চক্ষুদান নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে আজ অনুষ্ঠিত হচ্ছে মহা অষ্টমী।
এছাড়া- সাতক্ষীরায়, জয়পুরহাট, নড়াইল, কুড়িগ্রাম, বাগেরহাট, ও যশোরে কুমারী অনুষ্ঠিত হয়েছে।