স্বাস্থ্যসেবা নিশ্চিতে অর্থায়ন বাড়াতে ধনী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৭:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৭৭০ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে অর্থায়ন বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সিলারেটিং ইউনিভার্সাল হেল্থ কাভারেজ টুয়ার্ডস স্মার্ট বাংলাদেশ.. শীর্ষক উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সরকার প্রধান বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কন্যা ও বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক্সিলারেটিং ইউনিভার্সাল হেল্থ কাভারেজ টুয়ার্ডস স্মার্ট বাংলাদেশ শীর্ষক উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নিউজল্যাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক।
মা যখন প্রধান অতিথি সঞ্চালনার দায়িত্বে তখন কন্যা। অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন স্বাস্থ্য সেবায় তাঁর সরকারের অর্জিত সাফল্য। বিশ্বব্যাপী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ ফাণ্ড তৈরীর জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান।স্বাস্থ্যই সকল সুখের মূল উল্লেখ করে সবাইকে আরো বেশী স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।