স্বাস্থ্য খাতের উপর নজর রাখলে এত বড়ো দুর্নাম ছড়িয়ে পড়তো না: জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাস ছড়ানোর শুরুতেই সরকার স্বাস্থ্য খাতের উপর নজর রাখলে, করোনা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে এত বড়ো দুর্নাম ছড়িয়ে পড়তো না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত দোয়া মহাফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, সংসদে কয়েকবার জাতীয় পার্টির এমপিরা স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনার কথা বলেছেন। কিন্ত সে সব আমলে নেয়া হয়নি। তাই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সমন্বিতভাবেভাবে কাজ করার পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।