স্বৈরতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গয়েশ্বরের
- আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরকে সব ধরনের হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন সরকারের কথিত উন্নয়ন কর্মকান্ড দুর্নীতির পথকে প্রশস্ত করছে। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী সরকারের হাত থেকে দেশ ও গণতন্ত্র বাঁচাতে খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ।
সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিরোধী দলের উপর সরকারের দমন-পীড়নের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি গুরুত্ব দেন।
এদিকে, ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে সম-সাময়িক বিষয় নিয়ে কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় দেশের প্রায় সব সেক্টর দুর্নীতিতে ছেঁয়ে যাওয়ায় সরকারের নীতি-নৈতিকতার অধপতন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে ডা জাফরুল্লাহ চৌধুরী ডাকসু’র ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধের সরকারের প্রতি আহ্বান জানান।
সুশাসন ও গণতন্ত্রের অভাবে সব কার্যক্রমে ব্যর্থ হচ্ছে এই সরকার- এমন অভিযোগও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী