স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় উন্নয়ন সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮১৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। স্মার্ট বাংলাদেশ ও ডেল্টা প্ল্যানের লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগীদের অকুণ্ঠ সমর্থন ও বিনিয়োগ দরকার বলে জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কমনওয়েলথ ট্রেড এন্ড বিজনেস ফোরাম বাংলাদেশ- ২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালে জার্মান-যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির বাজার হবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কমনওয়েলথ ট্রেড এন্ড বিজনেস ফোরাম বাংলাদেশ- ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শুরুতে দেশের উন্নয়ন অগ্রগতির বর্ণনা করেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক, রাজনীতিক ও স্থিতিশীলতা বজায় থাকায় দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী জানিয়ে শেখ হাসিনা বলেন–স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা হয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের জন্য এখন সব খ্যাত উন্মুক্ত। ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন শেখ হাসিনা। জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে টেকসই বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা দরকার বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বিকাশের লক্ষ্য আরও প্রসারিত হবে বলে মনে করেন শেখ হাসিনা।