স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার ম্যারিয়ট রেনেসন্স হোটেলে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র- প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম ইকবাল। অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী তাদের সহপাঠীদের দেখার জন্য ছুটে আসেন। নৈশভোজের পর প্রাক্তন ছাত্রছাত্রীরা ফটোসেশন করেন। সবশেষে ডাঃ এইচ.বি.এম. ইকবাল প্রাক্তন ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। এসময় তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে বৃহত্তর পরিবেশে রিইউনিয়ন আয়োজন করা হবে।