স্রোতের বিপরীতে লড়াই করা আরিফা ইয়াসমিন ময়ুরী এখন আইকন
- আপডেট সময় : ০৩:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
স্রোতের বিপরীতে লড়াই করা আরিফা ইয়াসমিন ময়ুরী এখন আইকন হয়ে উঠছেন জামালপুরের নিজ সমাজে। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। নৌকা প্রতীকের জন্য মনোনয়নপত্রও জমা দিয়েছেন ময়ুরী।
আরিফা ইয়াসমিন ময়ুরী। জন্মটা ছিলো আট দশটা শিশুর মতোই উৎসব মুখর। তবে বয়স বাড়ার সঙ্গে সব আনন্দ ফিকে হয়ে আসে ময়ুরী ও তার পরিবারের। সামাজিকভাবেও বিচ্ছিন্নতা আসে হরমনজনিত পরিবর্তনের কারণে।
তবে এতে মনোবল হারাননি ময়ুরী। পড়াশোনায় নিচ্ছেন ডিগ্রি। হয়েছেন ইঞ্জিনিয়ার। তৃতীয় লিঙ্গের হওয়ায় মেলেনি সরকারি চাকরি। তাই নিজের ভাগ্য বদলালেন নিজেই।
সিড়ি সমাজ কল্যাণ সংস্থাসহ একাধিক সংগঠন আছে তার। যেখানে সংগঠিত করেছেন তার মতো আরও কয়েজন তৃতীয় লিঙ্গের মানুষকে। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার হতে চান জনপ্রতিনিধি। এরই মধ্যে জামালপুর জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেনময়ুরী।
ময়ুরীর সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সহযোগীরাও।
ময়ুরী ব্যতিক্রম। কিন্ত তৃতীয় লিঙ্গের প্রায় সবাই বঞ্চিত নানান সুবিধা থেকে। যাদের পাশে এবার ভিন্নভাবে দাঁড়াতে চান ময়ুরী।