স্লিপ অফ টাং নয়, শেখ হাসিনাকে হত্যায় বিএনপির মৌন সম্মতি রয়েছে : কাদের
- আপডেট সময় : ০৬:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
স্লিপ অফ টাং নয়, শেখ হাসিনাকে হত্যায় বিএনপির মৌন সম্মতি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও কোন ব্যবস্থা নেয়নি বিএনপির শীর্ষ নেতৃত্ব। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে জানিয়ে, নির্বাচনে কেউ বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালী উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, নতুন এই সড়ক দু’দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পদযাত্রা কর্মসূচির নামে বিএনপির নৈরাজ্যের সমালোচনা করেন তিনি।
রাজশাহীতে শেখ হাসিনাকে হত্যার হুমকির বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গাজীপুর প্রসঙ্গে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।