সৎ, দক্ষ, যোগ্য ও স্বচ্ছ ব্যক্তিদের দিয়ে ব্যাংকিং কমিশন গঠনে সরকারের প্রতি সিপিডির আহ্বান

- আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা অর্থনীতির সংকট মোকাবেলায় সৎ, দক্ষ, যোগ্য ও স্বচ্ছ ব্যক্তিদের দিয়ে ব্যাংকিং কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি। ব্যাংকিং খাতে আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে জানিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দ্রুত ব্যাংকিং কমিশন গঠন করে তাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়ারও আহ্বান জানায় সিপিডি। সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিং-এ এসব কথা তুলে ধরা হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রস্তাবিত ব্যাংকিং কমিশন গঠনের বিষয়টি উঠে আসায় এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন- প্রস্তাবিত ব্যাংকিং কমিশন গঠনকে স্বাগত জানিয়ে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার আহ্বান জানান।
হলমার্ক কেলেঙ্কারির পর থেকে ব্যাংকিংখাত নিয়ে সিপিডি’র পক্ষ থেকে উদ্বেগ জানানো হচ্ছে জানিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন- দেরিতে হলেও সরকারের সর্বোচ্চ মহল থেকে এ উদ্যোগ নেয়া ইতিবাচক। তবে কমিশন গঠনে সৎ, দক্ষ, স্বচ্ছ ব্যক্তিদের অগ্রাধিকার না দিলে এর থেকে সুফল পাওয়া সম্ভব নয় বলে মত অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমানের। দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ দেশের বাইরে পাচার হওয়ায় নিয়ে উদ্বেগ তুলে ধরে ব্যাংক ছাড়াও আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে প্রস্তাবিত ব্যাংকিং কমিশনের প্রতি আহ্বান জানান বক্তারা।