সৎ ভাই-বোনের ষড়যন্ত্রে ঢাকার বংশালে পৈত্রিক বাড়ি হারাতে বসেছে একটি পরিবার
- আপডেট সময় : ০৯:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সৎ ভাই-বোনের ষড়যন্ত্রে ঢাকার বংশালে পৈত্রিক বাড়ি হারাতে বসেছে একটি পরিবার। এর পেছনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ইন্ধনের অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সম্মেলেন এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারটি।
মা মেয়ে এই চোখের কান্না সাধারণ কোন কান্না নয়। বাবার সব থাকলেও, আজ তারা অধিকার থেকে বঞ্চিত, নিংস্ব।
আফজাল হোসেন নিজের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন পারভীন বেগমকে। সরল মনে তিনি সংসার করেন চার সন্তান নিয়ে।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন–ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে, নানামুখী হয়রানির চিত্র তুলে ধরে পরিবারটি। জানান, স্বামী মারা যাবার পর, সন্তানসহ তার ওপর চালানো হয় নির্মম নির্যাতন।
মেয়ে টুম্পা তুলে ধরেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সৎ ভাই ও চাচাদের নানা হয়রানি ও নিপীড়ণের তথ্য।
তিনি বলেন, বাবার সম্পদ থেকে বঞ্চিত করার জন্য, মায়ের কাবিননামা ছিনতাই করে সৎ ভাই হারুন। এরপর ডিএনএ টেস্টে প্রমাণ মিলে আফজাল হোসেনেরই সন্তান তারা।
অত্যাচার-নির্যাতনের থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ন্যায্য অধিকার ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অসহায় পরিবারটি।