সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে এক পুলিশ সদস্য ও মাদারীপুরে এক নির্মাণ শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে আসাদুর রহমান নামে এক পুলিশ সদস্য ও মাদারীপুরে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
নিহত পুলিশ সদস্য আসাদুর রহমান মোটর সাইকেলে ছিলেন। পুরাতন মুকসুদপুর এলাকায় দ্রুতগমী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কনেস্টবল আসাদ গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
এদিকে, মাদারীপুরের শিবচরের বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক সরকার নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে মাহিন্দ্রায় ঘুমন্ত অবস্থায় সড়কে ছিটকে পড়েন তিনি। পরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।