সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে একই পরিবারের তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইলের চালক সাইফুল ইসলাম ও তার ছেলে জাবেদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলের স্ত্রী ডলি আক্তারকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।