সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা রাঙ্গামাটি সাতক্ষীরা নাটোর চাঁদপুর ও গোপালগঞ্জে ৮ জন নিহত
- আপডেট সময় : ০৮:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, নাটোর, চাঁদপুর ও গোপালগঞ্জে ৮ জন নিহত হয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এসময় আহত হন একজন। দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের ছয়মাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয় একজন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।এদিকে, চুয়াডাঙ্গার ডাকবাংলা কৃষি ফার্মের সামনে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে নিহত হন যাত্রী মফিজ উদ্দিন।
রাঙ্গামাটির সাজেকে কলাবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা দেবহাটার সখিপুরে ট্রাক চাপায় আবুল কালাম নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।
নাটোরে ট্রাক চাপায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগাতিপাড়া ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা সাগরের মৃত্যু হয়েছে। দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল-রামপুর সড়কের বাবুরপুল ব্রীজে দুপুরে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় অহিদুর রহমান নামে একজন নিহত হয়েছে।
গোপালগঞ্জে বাসের চাপায় পথচারী কালাম সরদার নিহত হয়েছে। খুলনাগামী একটি দ্রুতগামী বাস কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।