সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও কুমিল্লায় ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও কুমিল্লায় ৩ জন নিহত হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে । গেলো রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, উপজেলার কাকড়া নদী থেকে বালু নিয়ে একটি ট্রাক মোহনপুর ব্রীজের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ২ জন নিহত হয়। নিহতরা হলো উপজেলার জয়পুর গ্রামের আব্দুল গণির ছেলে আশিকুর রহমান ও খেড়কাটি গ্রামের দেবেস চন্দ্র।
এদিকে, কুমিল্লার সদরের সুয়াগাজীতে মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে এক পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। আহত হয়েছে এএসআইসহ ৩ জন। গেলো রাতে এই দুর্ঘটনা হয়।