সড়ক দুর্ঘটনায় নাটোর, পটুয়াখালী ও সিরাজগঞ্জে নারী-শিশুসহ ৫ জন নিহত
- আপডেট সময় : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নাটোর, সিরাজগঞ্জ ও পটুয়াখালীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাস বড়াইগ্রামের কয়েন বাজারে বিপরীতমুখী বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী মারা যায়।
সিরাজগঞ্জের মুলিবাড়ীতে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু ও মহিলা নিহত হয়। সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর মহিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে খালিদ ও সাকিব দুই বন্ধু মোটরসাইকেলে কলাপাড়া থেকে কুয়াকাটা যাওয়ার পথে বিপরীত দিকের অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। আহত হয় আরো দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নেয়ার পথে খালিদের মৃত্যু হয়।