সড়ক দুর্ঘটনায় বরিশাল ও গাইবান্ধায় চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় বরিশাল ও গাইবান্ধায় চারজন নিহত হয়েছে।
বরিশাল নগরী ও বাকেরগঞ্জ উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সকাল ৯টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক নারী শ্রমিক নিহত হন। বেলা পৌঁনে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়ায় পিকআপ উল্টে ২ জন নিহত হয়।
এদিকে, গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু লাবিব নিহত হয়েছে। গেলো রাতে, জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার টেকির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগামী একটি ট্রাক্টর গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকার টেকির মোড় অতিক্রম করছিল। এ সময় লাবিব রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা দেয়। এতে সেখানেই তার মৃত্যু হয়।