সড়ক দুর্ঘটনায় বাগেরহাট,সিরাজগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা ও মৌলভীবাজারে ১৫ জন নিহত আহত ১০
- আপডেট সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় বাগেরহাট,সিরাজগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা ও মৌলভীবাজারে ১৫ জন নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন।
বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮ জন নিহত হওয়ার ঘটনায় ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রুমি আক্তার, হামিদা বেগম, আব্বাস উদ্দীন, অপূর্ব হাওলাদার ও লাফিজা আক্তার জান্নাতী।
সিরাজগঞ্জের কামারখন্দের তালুকদার বাজারে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিবরিয়া নামের এক স্কুল ছাত্র নিহত ও দু’জন আহত হয়েছে। সকালে গাংনী পৌর এলাকার আখসেন্টার পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আমতলী বাজারে ট্রলি চাপায় মকবুল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছে। দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে স্কুল ছাত্র রুয়েল আহত হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।