সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় মারা গেছেন ২১ জন, আহত আরও ৩৯
- আপডেট সময় : ০৭:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ৫, পঞ্চগড়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩, চট্টগ্রামের মিরসরাইয়ে ২, কুষ্টিয়ায় আরো দুজনসহ ৯ জেলায় ২১ জন মারা গেছে। এসময় আহত হন ৩৯ জন।
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাস- সিএনজি অটো রিকশার সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী এনা পরিবহন একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে মারা যান অটোরিকশায় থাকা যুবক। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিলে সেখানে আরও ৪ জনের মৃত্যু ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশ, কামারখন্দ ও চৌহালীতে আলাদা দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ জানায়, বেপরোয়া গতির মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মেহেদী নামে এক যুবক। চৌহালীতে ইজিবাইকের ধাক্কায় মারা যায় শিশু ফারহান। অন্যদিকে, কামারখন্দে অটোরিকশার ধাক্কায় শিশু শ্রাবন্তীসহ কামারখন্দে ফাঁকা সড়কে দ্রুতগতির দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যায় শাকিল নামের এক যুবক। আহত হয় ৫ জন।
ঝালকাঠির নলছিটিতে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের এ দুর্ঘটনায় আহত দুইজন।
পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরোহী স্কুলছাত্র তিহামের মৃত্যু হয়েছে। এসময় আহত হন দুইজন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস চাপায় জাহানারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলিতে এই দুর্ঘটনা ঘটে।