সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জ, নওগাঁ, পাবনা, ঝিনাইদহ ও নরসিংদীতে ৭ জন নিহত
- আপডেট সময় : ০৮:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জ, নওগাঁ, পাবনা, ঝিনাইদহ ও নরসিংদীতে ৭ জন নিহত হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হন ১০ জন। দুপুরে কেওটখালি এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গেল রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শহর থেকে রথিন, তার স্ত্রী পূজা রানী ও ৬ বছর বয়সী ছেলে রাধাকান্ত বাড়ি ফেরার সময় আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের। এদিকে, পাবনায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
পাবনায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সদর উপজেলার নাজিরপুর টিকরী মোড়ে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজন ও অন্যজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় এক কৃষক নিহত হয়েছে। সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুধসর গ্রামের কৃষক আইয়ুব শেখ সকালে ভাটই বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মুত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিলাসদী এলাকার ওই রেলক্রসিং থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।