সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও গোপালগঞ্জে ৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা ও গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪ জন।
ময়মনসিংহের ভালুকায় মুরগী বহনকারী কাভার্ডভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছে। গেল রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মুরগীবাহী কাভার্ডভ্যান ভরাডোবা বাসট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে সেখানেই কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়। এসময় গুরুতর আহত হয় একজন।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবাহী ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা ছালমা বেগম নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে তিনজন। বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার স্কুল মাজড়া ও ঘোনাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।