সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ গোপালগঞ্জ ও মানিকগঞ্জে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আলদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, গোপালগঞ্জ ও মানিকগঞ্জে চারজন নিহত হয়েছে।
ময়মনসিংহে বালুভর্তি ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়। দুপুরে নগরীর শম্ভুগঞ্জ টোলবক্সের কাছে একটি বালুবাহী ট্রাকের সামনে মোটরসাইকেল উল্টে গেলে মোটরসাইকেল আরোহী রুবিনা ও তার শিশুকন্যা চাকার নিচে পড়ে মারা যায়। আহত বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। একটি মোটর সাইকেলে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন অষ্টম শ্রেনীর ছাত্রী হাফসা। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।