সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও কুমিল্লায় ৪ জন নিহত
- আপডেট সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও কুমিল্লায় ৪ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছে। ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রাক জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও এক পথচারী নিহত হয়।
…………
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় শফিকুল ইসলাম নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, শফিকুল তার কর্মস্থল গাজীপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ভোররাতে ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল।
…………..
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক চাপায় এক শ্রমজীবি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, আলেকা বেগম দেবিদ্বার মেডিকেল সেন্টার হাসপাতালে আয়ার কাজ করতেন। হাসপাতালের কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকটি ওই নারীকে চাপা দিলে তার মৃত্যু হয়।