সড়ক দুর্ঘটনায় যশোর পাবনা টাঙ্গাইল সাভার ও মুন্সীগঞ্জে আটজন নিহত
- আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় যশোরে চারজনসহ পাবনা, টাঙ্গাইল, সাভার ও মুন্সীগঞ্জে আটজন নিহত হয়েছে।
যশোরে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে নিহত হন ৪জন। এসময় আহত হয়েছেন ১জন। যশোর সদর উপজেলার নিমতলী ধোপাখোলার বেনাপোল সড়কে এ ঘটনা ঘটে। যশোরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্য রোকিবুজ্জামান জানান, বেনাপোলগামী প্রাইভেট কার ও একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রাইভেটকারের ধাক্কায় খোকন বিশ্বাস নামের ইঞ্জিনচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন যাত্রী আহত হয়।
টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। ভোরে মহাসড়কের কালিহাতি উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কার্ভাড ভ্যানে ধাক্কায় যাত্রীবাহি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছে। এদিকে, মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাহিন্দ্রের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।