সড়ক দুর্ঘটনায় সাভারের আশুলিয়া ও সিরাজগঞ্জে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সাভারের আশুলিয়া ও সিরাজগঞ্জে ৪ জন নিহত হয়েছে।
আশুলিয়ায় বাস চাপায় রিকসা চালক ও আরোহী এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা নবীনগর এলাকায় পৌছলে পেছন থেকে কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা মালেকা বেগম,শিশু ফাতেমা বেগম ও রিকশা চালক জুয়েল রানা মারা যান। বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় হৃদয় সাহা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।গেলো রাত ৯টার দিকে, পৌর-শহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।