সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, মাদারীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ ও সিরাজগঞ্জ ৭ জন নিহত হয়েছে।
কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক। ভোরে একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। মাদারীপুর জেলার শিবচরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় হানিফ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় বাইসাইকেল আরোহী হানিফ ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে তাহাজ্জত নামের এক শিক্ষক নিহত হয়েছে। নলডাঙ্গা থেকে একটি গাড়ীতে গরু নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।পথিমধ্যে কাদিপুর নামক স্থানে গাড়ীটি উল্টে গেলে তার নীচে চাপা পড়ে তাহাজ্জত হোসেনসহ আরো ২ জন আহত হন। সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় হাবিবর রহমান নামে এক পথচারী নিহত হয়েছে। ঝাঐল ওভারব্রীজ এলাকায় মহাসড়ক পারা-পারের সময় ওই ৩ পথচারীকে চাপা দেয় হানিফ পরিবহনের একটি বাস।