সড়ক দুর্ঘটনায় সিলেট, বগুড়া ও শেরপুরে ১৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় সিলেট, বগুড়া ও শেরপুরে ১৫ জন নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন।
সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহন বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সকাল ৭ টার দিকে। ঘটনাস্থল নগরীর দক্ষিণ সুরমার রশিদপুর। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে তিনজন ও ঘটনার দুই ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়ে আহত এক শিশু। দুঘর্টনার পর স্থানীয়রা এসে গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে নিহত ও আহতদের উদ্ধার করে।
আহত আরো ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরও অবস্থা আশংকাজনক। নিহতদের মধ্যে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের চালকরাও রয়েছেন।
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহীবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন। পুলিশ জানায়, শাওন পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা চালকসহ ৪ জন ঘটনাস্থলে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শেরপুরে পান বোঝাই ট্রাক উল্টে আমেনা পারভিন নামে এক নারী নিহত হয়েছে। সকালে বাড়ী ফেরার পথে চাপাতলীর সার্কিট হাউজের সামনে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক ও মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। সকালে ধোবাউড়া থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয় ওই দুই মোটরসাইকেল আরোহী। উপজেলার মেকিয়ারকান্দা বাজারে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রাসেল ঘটনাস্থলেই নিহত হয়। শহিদুল কায়সার রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নীচে কাটা পড়ে খাইরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে।