সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, বগুড়া ও পাবনায় ১৩ জন নিহত, আহত আরো ১১
- আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে মা-ছেলেসহ বগুড়া ও পাবনায় ১৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরো ১১ জন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যাতে মা-ছেলে নিহত হলে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া ট্রাকের পেছনে বাস ও মাইক্রোবাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। এসময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, গেলরাতে মির্জাপুরের ধুল্যা মনসুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক বিকল হয়। ভোরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে বাসের পেছনে আরও একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যায় আরো একজন।
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাটের কালিয়াপুকুরে সকালে একটি প্রাইভেট কার ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। পুলিশ জানায়, নওগাঁ থেকে প্রাইভেট কারটি বগুড়া আসার পথে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কারের তিন যাত্রী নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন।
এদিকে, পাবনার সাঁথিয়ায় মিনি ট্রাকের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার জালাপুর নতুনপাড়া গ্রামে। গতরাত ৮টার দিকে মোটরসাইকেলে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা যাচ্ছিলেন চাচা-ভাতিজা জুয়েল হোসেন ও সুরুজ্জামান এবং আব্দুল মতিন। মোটরসাইকেলটি সাঁথিয়ার ছোট পাথাইলহাট এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় উল্টো দিক থেকে আসা মিনি ট্রাক তাদের চাপা দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।