সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় ১৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৭ যাত্রী মারা গেছেন। এদিকে বরগুনায় মাইক্রোবাস খাদে পড়ে তালতলী আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ ৫ জেলায় ১৭ জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি অলিপুর যাচ্ছিল। পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। নিহত ৭ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাইক্রোবাস খাদে পড়ে বরগুনার তালতলী আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হন মাইক্রোবাস চালক। গেলরাতে গভীর রাতে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তালতলী আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মোহাম্মদ ফখরুল হাসান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেট কারের দুই যাত্রী ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। গেলরাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের একটি ফিলিং স্টেশনের সামনে এই এদুর্ঘটনা ঘটে।
যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।