সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত-৩৭
- আপডেট সময় : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
রংপুর, শরীয়তপুর, ঝিনাইদহে ও দিনাজপুর সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত আহত-৩৭।
শরীয়তপুর-মাঝিরঘাট মহাসড়কের ডামুড্যা পৌর এলাকার খেজুরতলায় ডামুড্যা থেকে মাঝিরঘাটগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসের ভিতরে আটকা পড়ে ৩ জন যাত্রী মারা গেছে। গুরুতর আহত হয় ৩৫জন।
রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুরে পিকআপ-ভ্যান চাপায় নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় এক ঘন্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
ঝিনাইদহে ট্রাক চাপায় বুলু বেগম নামের এক নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। সকালে ঝিনাইদহ-মাগুরা মহা-সড়কের গোয়ালপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।
দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে বালুবোঝাই ট্রলি চাপায় একজন নিহত হয়েছে। নিহত আইনুদ্দিন সদর উপজেলার শেখপুড়া ইউনিয়নের মৃত কাছু মোহাম্মদের ছেলে।
সাতক্ষীরা শহরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত হয়েছে।বিকেলে নিউ মার্কেটের পাশে তেলপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।