সড়ক দুর্ঘটনায় ৮ জেলায় নিহত ২৪
- আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জেলায় ২৪ জন নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যাতে মা-ছেলে নিহত হলে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। সেখানে ২৫ কিলোমিটার জুড়ে তৈরি হয় যানজট।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া ট্রাকের পেছনে বাস ও মাইক্রোবাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯ জন। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মির্জাপুরের ধল্লা মনসুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক বিকল হয়। শনিবার ভোরে ট্রাকটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। পরে, বাসটিকেও একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যায় আরো একজন। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা, ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের কোর্ট ভবন এলাকায় ট্রাক চাপায় এক সন্তানসহ বাবা-মা নিহত হয়েছেন। পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, স্ত্রী রত্না বেগম ও তার মেয়ে জান্নাত নিহত হয়। চাপ খেয়ে অন্তঃসত্ত্বা রত্না বেগম রাস্তায় প্রসব করে। নবজাতক মেয়ে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাটের কালিয়াপুকুরে মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। পুলিশ জানায়, ঘটনাস্থলে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন।
পাবনার সাঁথিয়ায় মিনিট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা সবাই এক মোটরসাইকেলে করে যাচ্ছিল। উপজেলার ছোট পাথাইলে মিটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুই আরোহী জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সলঙ্গা থানার খালকুলা এলাকার ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পাঁচজন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রাকিব।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। ট্রাকটি স্থানীয় পরিবহণ আলমসাধুকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেনসহ আরও ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যান।