সড়ক দুর্ঘটনা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না
- আপডেট সময় : ০৪:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। অনেক পরিবারের এবারের ঈদ উৎসবের আনন্দ কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক দিনে মহাসড়কে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা গেলো ৬ বছরে ২শ’ ৭৩ জন নিহত হয়েছেন। ২শ’ ৪০ টি দুর্ঘটনায় প্রতিবেদন তুলে ধরে, যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদে লম্বা ছুটি থাকার পরেও শুধু পরিকল্পনার অভাবে সড়কে অসংখ্য মানুষের ভোগান্তি হয়েছে। এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সড়কে প্রতিদিন, সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় মৃত্যু বরন করছেন যাত্রীরা। পঙ্গু হচ্ছেন অসংখ্য মানুষ।ঈদের সময় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার এবং মৃত্যু দুই থেকে চার গুণ বেড়ে যায়। আর এটা কোনোভাবেই কমানো যাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে, এ সময় অবৈধ যানবাহন এবং অদক্ষ ও বেআইনি চালক বেড়ে যায়। চাহিদা বাড়ায় ট্রিপ বাড়ে। যার সুযোগ নেয় তারা। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে বিদায় ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা হতাহতের পরিসংখ্যান তুলে ধরতে সংবাদ সম্মেলনে করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ঈদ যাত্রায় সড়কে দুর্ঘটনার প্রতিবেদন তৈরিতে মামলা হামলা ও গ্রেফতারের শঙ্কার কথা তুলে ধরেন সংগনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
করোনা নিয়ন্ত্রণে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পযর্ন্ত সড়কে ২৪০টি দুর্ঘটনায় ২শ ৭৩ জন নিহত আর আহত হয়েছেন ৪শ ৪৭ জন। যা বিগত ছয় বছরের তুলনায় বেশি।
এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তিনি। করোনার মতো সড়ক দুর্ঘটনাকে মহামারি হিসেবে এর বিরুদ্ধে সরকারসহ সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।