সড়ক নির্মাণে বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের সড়ক নির্মাণে বরাদ্দের টাকা যেন যথাযথভাবে খরচ করা হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ রাস্তাগুলো ভারী যানবাহন চলাচলের মতো সংস্কার করে এর মান আরো বাড়াতে হবে। পাশাপাশি বন্ধ করতে হবে অপচয়-দুর্নীতি। এছাড়া অভ্যন্তরীণ বিমান বন্দরগুলোর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এগুলোরও সক্ষমতা বাড়াতে হবে। একনেক সভায় ১ হাজার ৬শ’ ৬৮ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ সময় ৫শ’ ৬৬ কোটি টাকা ব্যয়ে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও শাহ মখদুম বিমান বন্দরের রানওয়ে সংস্কার প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এসব বিমান বন্দরে রাতে যেন বিমান ওঠানামা করতে পারে, সেজন্য প্রয়োজনীয় লাইটিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া, বৈঠকে ৩০১ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প; মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘ভূ-উপরস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক সভাশেষে পরিকল্পনা সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।