হংকং’এর স্থানীয় পরিষদ নির্বাচনে বড় জয় পেয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হংকং’এর স্থানীয় পরিষদ নির্বাচনে বড় জয় পেয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারী।
বিবিসি জানায়, প্রাথমিক ফলাফলে ১৮ জেলার মধ্যে ১৭ জেলায় বিজয়ী হয়েছে তারা। নির্বাচনে মোট ৪৫২ টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীরা পেয়েছে ৩৯০ টি। অন্যদিকে চীনপন্থিরা পেয়েছে মাত্র ৬২ টি আসন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ১০৪ জন প্রার্থী। রোববার অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। যা পূর্বের নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি। নির্বাচনে বিজয়ী হওয়ার পর ফলাফলকে গণতন্ত্রকামীদের পক্ষে জনগনের সমর্থনের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন গণতন্ত্রপন্থী জশুয়া ওং। আর ভোটাদের মতামতকে শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লাম। গেলো ৫ মাস ধরে প্রত্যর্পণ ইস্যু সহ বিভিন্ন বিষয়ে চীনবিরোধী আন্দলোন ও চরম রাজনৈতিক অস্থিরতা চলছে হংকং’এ।