হংকংয়ের একটি পত্রিকা অফিস থেকে ষড়যন্ত্রের অজুহাতে ৬ সাংবাদিক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
হংকংয়ের একটি পত্রিকা অফিস থেকে ছয়জন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহী সংবাদ প্রকাশের ষড়যন্ত্রের অজুহাতে তাদের গ্রেফতার করা হয়েছে। স্ট্যান্ড নিউজের কিছু সাবেক ও বর্তমান কর্মীরাই তাদের প্রধান লক্ষ্য বলে জানা গেছে। এরই মধ্যে দুই শতাধিক পুলিশকে তল্লাশির জন্য পত্রিকা অফিসটিতে মোতায়েন করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান ও সাবেক প্রধান সম্পাদকরা আছেন। পাশাপাশি পপ তারকা ও গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত ডেনিস হোকেও গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ৩৪ থেকে ৭৩ বছর। গত ৩০ জুন চীনের পার্লামেন্টে পাস হয় বিতর্কিত হংকং নিরাপত্তা আইন। এতে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর বেইজিংয়ের প্রভাব আরও বেড়েছে। সমালোচকরা বলছেন, এতে হংকংয়ের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।