হজের জন্য আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন : ধর্ম প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
হজের জন্য আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তবে, কত জন যেতে পারবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মিনায় ৩ দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। এদিকে, জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এ বছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এ বছর হজযাত্রীর সংখ্যা কত হতে পারে তা তিনি বলেননি। এর আগে রাজধানীর আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বক্তব্য দেন।