হজ ও ওমরাহ পালনে জুড়ে দেয়া শর্তে বিপাকে বাংলাদেশিরা
- আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনার কারণে বিদেশী মুসলিমদের হজ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি সরকার। তবে হজ পালনে জুড়ে দিয়েছে বেশকিছু শর্ত। এতে ওমরাহ-প্রত্যাশী বাংলাদেশীরা পড়েছেন বিপাকে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, ওমরা প্রত্যাশীদের মধ্যে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন, তারা বুস্টার ডোজ ছাড়া সৌদি যেতে পারবেন না। তবে সরকার এই শর্ত শিথিলে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তাছাড়া আরো কয়েকটি শর্তের কারণে ওমরাহ পালনের খরচও বাড়ছে আগের তুলনায় দ্বিগুণ।
বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দু’ বছর ধরে সৌদি আরবে বিদেশীদের জন্য হজ ও ওমরাহ পালন বন্ধ। শুধুমাত্র দেশটিতে অবস্থানরত মুসলিমরাই হজ ও ওমরাহ পালন করেছেন। তবে অর্থনীতি চাঙ্গা করতে বিদেশী মুসলিমদেরও এবার ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদী সরকার।
তবে বিদেশীদের ওমরাহ পালনে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শুধুমাত্র ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্কসহ ৯টি দেশ ছাড়া অন্যসব দেশের নাগরিকরা টিকা নেয়া সাপেক্ষে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে ঢুকতে পারবেন।
এছাড়া ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে সম্পূর্ণ দুই ডোজ করোনার টিকা নিতে হবে। আর টিকাও হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের।
কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজও নিয়ে থাকেন, তাহলে তাদেরকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ নিতে হবে। এতে ঢাকার বাইরে বর্তমানে সিনেফার্মের টিকাই বেশি দেয়ায়- বিপাকে পড়েছেন গ্রাম অঞ্চলের মানুষ।
এদিকে আবার বাড়তি বিমানভাড়াসহ হোটেলও নির্ধারণ করে দেয়ায় আগের তুলনায় দ্বিগুণ অর্থ গুণতে হচ্ছে ওমরাহ যাত্রীদের।
এজেন্সী মালিকরা বলছেন, সৌদি সরকারের নির্দেশনা মেনে করোনাকালে যেন বাংলাদেশীরা ওমরাহ পালন করতে পারেন, সেজন্য তৎপর রয়েছেন তারা।