হঠাৎ অস্বাভাবিক ভাবে চালের দাম বৃদ্ধি ফরিদপুরে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে হঠাৎ চালের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক ভাবে। চিকন চালের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটা চালের দাম। প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষ।
ব্যবসায়ীরা বলছেন, বেশী দামে কেনায় বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।এরমধ্যে ভোক্তা অধিদপ্তর চালের বাজারে অভিযান চালালে কার্যকরী কোন সুফল আসেনি। আগে যে মোটা চাল বিক্রি হতো ৫০ থেকে ৫৫ টাকায়। এখন সেই চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে। মিনিকেট, নাজিরসাইল ও বাসমতিসহ সবরকম চিকন চালের দামও কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। এভাবে চালের দাম বাড়ানো ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করেন সাধারণ ক্রেতারা। বিষয়টি তদারকির জোড় দাবি স্থানীয় মানুষের।