হঠাৎ করেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া
- আপডেট সময় : ০৪:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজধানীতে হঠাৎ করেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ-আইসিডিডিআরবিতে শিশু রোগীদের ঠাঁই মিলছে না। এখানে প্রতিদিন গড়ে সাড়ে আট শ’ থেকে নয় শ’র বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন দুই থেকে তিন শ’ রোগী ভর্তি হলেও এখন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি রোগী আসছে। প্রচন্ড ঠান্ডায় শিশুদের ডায়রিয়া বা কলেরা থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর উত্তরার বেসরকারি চাকুরীজীবি অলক রঞ্জন গোস্মামীর ৬ মাস বয়সী ছেলে রুপসকে বুধবার ভর্তি করা হয় মহাখালীর আইসিডিডিআরবিতে। প্রচন্ড শীতে ডায়রিয়ার সাথে বমি ও জ্বরে আক্রান্ত হয়েছে সে। ৩ ডিসেম্বরও একই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ দিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলো রুপস।
ডায়রিয়া আক্রান্ত এমন হাজারো শিশুকে চিকিৎসা করাতে প্রতিনিয়ত মহাখালীর এই হাসপাতালে এভাবেই ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। অভিভাবকরা জানায়, হঠাৎ করেই পাতলা পায়খানা ও বমি শুরু হয় বাচ্চাদের। এতে দুর্বল হয়ে পড়ে শিশু।
প্রতিদিনই রাজধানীর সরকারী-বেসরকারী বিভিন্ন হাসপাতালে এভাবে বাড়ছে শীতজনিত ভাইরাস আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চলতি বছরে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ১০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানান এই চিকিৎসক। শীতজনিত ডায়রিয়া থেকে শিশুদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক নিয়মে পর্যাপ্ত স্যালাইন খাওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা।