হঠাৎ বৃষ্টিতে জয়পুরহাটে আলু ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি
- আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
হটাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় জয়পুরহাটে আলু ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি ভরা জমি থেকে আলু তুলে বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। এ অবস্থায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। তারা সরকারি সহযোগীতার দাবি জানান। আর জমি থেকে পানি সেচে ফেলার পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুহাট। এখানকার আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। হটাৎ একদিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলার ৫ উপজেলার ৭১৫০ হেক্টর আলু, ৫৪০০ হেক্টর সরিষা, ৬০ হেক্টর গমসহ অন্যান্য ফসলের জমিতে পানি জমে ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এতে চরম বিপাকে পড়েছেন দরিদ্র কৃষকরা।এ অবস্থায় সরকারের সহযোগিতা চান তারা।
প্রতি মণ আলুর প্রকারভেদে বাজার যাচ্ছে ১শ’ থেকে ৩৫০ টাকায়। আলুর এমন দর পতনে চরম ক্ষতিগ্রস্থ স্থানীয় চাষী।
নিয়মিত মনিটরিং ও কৃষকদের জমি থেকে পানি সেচে ফেলার পরামর্শ দিচ্ছেন জেলার এই কৃষি কর্মকর্তা।
চলতি মৌসুমে ৪০ হাজার ২৮০ হেক্টর জমিতে আলু, ১২ হাজার ৮৫৫ হেক্টর সরিষা ও ২ হাজার ৩৮৬ হেক্টর জমিতে গম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ।