হতাশায় টোকিও অলিম্পিক শুরু হলো বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
হতাশায় টোকিও অলিম্পিক শুরু হলো বাংলাদেশের। আর্চ্যারির মিশ্র দলীয় ইভেন্টের রাউন্ড অব সিক্সটিনে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গেমে হেরে মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
শেষ সেটে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশের দুই আর্চ্যার। প্রত্যাবর্তনের আশা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি। প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, বাংলাদেশ ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া করেছে ৩৫, বাংলাদেশ ৩৩। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে কোরিয়ান দুই আর্চার। মিশ্র ইভেন্ট থেকে বিদায় নিলেও রোমান ও দিয়া দিয়া সিদ্দিকী, দুজনের ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি।