হত্যাকাণ্ডের খলনায়কদের খুঁজতে তদন্ত কমিশন গঠনের তাগিদ
- আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
১৫ আগস্ট হত্যাকান্ডের নেপথ্যের কুশীলবদেরও তদন্ত করে খুজে বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, এদিন জন্মদিন পালন প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যাকান্ডে খালেদা জিয়া নিজেও মানুষিকভাবে সম্পৃক্ত ছিলেন। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড ছিলো ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড।
পরে বনানী কবরস্থানে পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর কেন প্রতিরোধ গড়ে তোলা হয়নি, তা ক্ষতিয়ে দেখতে হবে। এসময় ১৫ আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
দুপুরে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শোক দিবসে নিজের প্রত্যাশার কথা জানান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরা।
এদিকে রাজধানীর গুলশানে জাতীয় শোক দিবস উপলক্ষে গুলশান থানা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।