হত্যার ৩৭ দিন পর জয়পুরহাটের ক্ষেতলালে বগুড়াবাসী নারীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে গেল ২১ এপ্রিল বাড়িতে ডেকে এনে বিউটি বিবি নামের এক নারীকে ধর্ষণের পর খুন করে প্রেমিক উজ্জল হোসেন। নিহতের মোবাইল ফোন ট্র্যাকিং করে পুলিশ উজ্জলকে আটক করে। পরে তার দেয়া তথ্যে সকালে বগুড়া জেলা পুলিশ উজ্জলের বাড়ির টয়লেটের কুপ থেকে হত্যার ৩৭ দিন পর বিউটি’র মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, কালাই উপজেলার দুধাইল-নয়াপাড়া গ্রামের শিপন আক্তার নামের এক গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, জমি নিয়ে শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।