হত্যা ও সন্ত্রাসের রাজনীতি বিএনপি উত্তরাধিকারসূত্রে জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
হত্যা ও সন্ত্রাসের রাজনীতি বিএনপি উত্তরাধিকারসূত্রে জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সকালে রাজধানীর আজিমপুরে সেভেন মার্ডার দিবসের আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন নির্বাচনে বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ থেকে শুরু করে ২০০১ সালে ক্ষমতায় এসেও আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্তে বাংলাদেশকে রঞ্জিত করেছিলো এমনকি গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার রাজনীতির ধারাবাহিকতা বহন করে চলছে বিএনপি। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের।