হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতকে কক্সবাজার আদালতে হাজির করা হয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। টেকনাফের একটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে নেয়া হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন তিনি। দীর্ঘ ছ’মাস পর কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে নিয়ে আসা হয় তাকে। প্রায় দুই ঘন্টা সাক্ষ্য শেষে ফের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকতকে৷। গত ৩১ জানুয়ারি মেজর সিনহা হত্যা মামলার রায়ে প্রধান আসামী হিসেবে ইন্সপেক্টর লিয়াকত ও দুই নম্বর আসামী ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদন্ডাদেশ দেয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।