হত্যা মামলায় আসামির বদলে জেল খাটা মিনুকে নিয়ে আদেশ ৫ এপ্রিল
- আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেল খাটা মিনুকে নিয়ে আদেশের জন্য ৫ এপ্রিল তারিখ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৩১ মার্চ এ ঘটনা উচ্চ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আজ আদেশের দিন ঘোষণা করে আদালত। এসময় মূল আসামি কুলসুমের আপিলের পক্ষের আইনজীবী ইকবাল হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। আদালত ৫ এপ্রিলের মধ্যে কুলসুমের পক্ষে আপিলের জন্য ইকবাল হোসেনের সঙ্গে নথি নিয়ে যারা যোগাযোগ করেছেন এবং পরে নথি নিয়ে গেছেন, তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর দাখিল করতে বলেছেন। ২০১৭ সালের নভেম্বরে চট্টগ্রামের একটি হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন কুলসুম আক্তার কুলসুমীকে। সাজার পরোয়ানামূলে কুলসুম আক্তার কুলসুমীর বদলে মিনু ২০১৮ সালের ১২ জুন কারাগারে যান।