হবিগঞ্জের কামড়াপুর-সুজাতপুর আঞ্চলিক সড়কের বেহাল দশা
- আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে হবিগঞ্জের কামড়াপুর-সুজাতপুরের আঞ্চলিক সড়ক। ১৯ কিলোমিটার রাস্তার পুরোটাই এখন বড় বড় গর্তে ভরা। সড়কটি দিয়ে চলাচল করে পাঁচ ইউনিয়নের বাসিন্দাসহ পাশের কিশোরগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামড়পুর-সুজাতপুর আঞ্চলিক সড়ক। ১৯ কিলোমিটারের পুরোটাই এখন খানাখন্দে ভরা। তবু, বাস-ট্রাকসহ সব ধরণের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। এতে ঘটছে নানা দুর্ঘটনা।
এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে বানিয়াচং উপজেলার মক্রমপুর, মন্দরী, সুজাতপুর, মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়নের বাসিন্দাসহ পাশের কিশোরগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ। সড়কটি মেরামতের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভায় স্থানীয় আওয়ামী লীগের বাধা দেয়ার অভিযোগে করে সম্মিলিত নাগরিক আন্দোলন।
কয়েক মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে বলে জানায়, এলজিইডি।
দ্রুত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।