হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিনজন।
গেল রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সেখানে নিহত হয় সিএনজি অটোরিকশার দুই যাত্রী। এ ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার অন্তত আরও তিন যাত্রী। বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়।