হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত
- আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে শাহাজিবাজার আউটার এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে শাহজীবাজার রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনটির ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শাহাজিবাজার স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, তেলবাহী ট্রেন চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই দুটি বগি থেকে তেল পড়া শুরু হয়। দুপুর দুইটায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তবে লাইনচ্যুত বগি উদ্ধারে কত সময় লাগতে পারে তা জানাতে পারেনি সংশ্লিষ্টরা। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেলের ক্ষতি হয়েছে।