হবিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র ঔষধ সংকট দেখা দিয়েছে

- আপডেট সময় : ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র ঔষধ সংকট দেখা দিয়েছে। দু’একটি ছাড়া অধিকাংশ ঔষধই কিনতে হচ্ছে বাইরে থেকে। ফলে চরম দুর্ভোগে পড়েছে দরিদ্র রোগীরা। শীঘ্রই সরকারি ঔষধ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বাইরেও পার্শ্ববর্তী নাসিরনগর ও বিজয়পুর উপজেলার মানুষ চিকিৎসা নিয়ে থাকে। ফলে স্বাভাবিক তুলনায় এখানে রোগীর চাপ সবসময়ই বেশি। কিন্তু ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে ঔষধ সংকট। একই অবস্থা জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। সেখানেও নেই পর্যাপ্ত ঔষধ। ফলে বাইরে থেকে কেনা ঔষধেই সেবা নিতে হচ্ছে দরিদ্র রোগীদের।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ঔষধ সরবরাহ বন্ধ থাকায় সংকট তৈরি হয়েছে। মাধবপুরের আবাসিক মেডিকেল অফিসার জানালেন, রোগীদের স্বার্থে উপজেলা পরিষদের সহযোগিতা নেয়া হয়েছে। তবে সব ঔষধ না পাওয়ায় চিকিৎসা সেবা দিতে অসুবিধা হচ্ছে। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে দাবি করে সিভিল সার্জন জানালেন, শীঘ্রই এ সংকট কাটবে। হত-দরিদ্রদের স্বাস্থ্য সেবায় শিগগির স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ঔষধ সরবরাহ স্বাভাবিক হবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।